সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:
করোনা ভাইরাসে কর্মহীন ক্ষতিগ্রস্থ ও অসহায় ৩২৫ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ওয়ান ব্যাংক লিমিটেড সুবর্ণচর শাখা।
১৪ জুলাই দুপুরে উপজেলার শহিদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এাণ সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চালের সাথে আলু, আটা, তৈল, পেঁয়াজ, মসুরির ডাল, লবণ, সাবান, শুকনা মরিচসহ প্রয়াজনীয় খাদ্য সমাগ্রী।
ওয়ান ব্যাংক লিমিটেড সুবর্ণচর শাখার ম্যানেজার সুমন চন্দ্র সাহার সভাপতিত্বে ও সিনিয়র কর্মকর্তা রাকিব আহমেদের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমান, ওয়ান ব্যাংক লিমিটেড মাইজদী শাখার ম্যানেজার এস.কে.এম.এম রবিউল ইসলাম, সুবর্ণচর উপজেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক ও ৫নং চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী প্রমূখ।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা ভাইরাস দিন দিন আরো ভয়ংকর আকার ধারণ করছে, প্রত্যেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, নিরাপদ দূরত্ব বজায় রাখলে করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। পাশাপাশি ওয়ান ব্যাংকের মত এলাকার অন্য ব্যাংক গুলোসহ বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে কর্মহীন মানুষ গুলোর খাদ্যর অভাব থাকবেনা।
Leave a Reply