মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন: নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আশ্রয়ণ প্রকল্পে ৪ শতাধিক পরিবারের মাঝে সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন মানবিক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা, আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বকশী, ইউনিয়নের সদস্যবৃন্দ ।
এসময় শামছুদ্দিন জেহান বলেন, আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী আমার উপজেলার প্রত্যেকটি গরীব অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তিনি তার বক্তব্যে মানুষকে স্বাস্থ্য সচেতন এবং বাহিরে বের হওয়ার সময় মাস্ক পরে বের হওয়ার আহ্বান জানান।
Leave a Reply