সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:১০ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন:নোয়াখালী সদর উপজেলায় বসবাসরত বেদে পল্লীর ২৫০টি বেদে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান।
স্বাস্থ্যবিধি মেনে দুরত্ব বজায় রেখে চাল,ডাল, তেল, পেঁয়াজসহ একটি করে প্যাকেট প্রদান করেন শামছুদ্দিন জেহান।
এসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে প্রতিনিয়তই আমরা প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে দিয়ে আসছি। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপির নির্দেশনা ও পরামর্শে আমাদের এ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply