সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: সারা দেশের ন্যায় নোয়াখালীতে গণটিকার আওতায় প্রথম দিনে চৌষট্রি হাজার ২০১ জনকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ২৯১ কেন্দ্রে কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ দেয়া হয়।
রোববার সকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৯১ ইউনিয়নে ২৭৩টি এবং নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভার ১৮টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ ছিল। প্রতি বুথে পাঁচজন করে মোট এক হাজার ৪৫৫ জন স্বাস্থ্যকর্মী এ কর্মসূচি বাস্তবায়ন করে।
অপরদিকে, সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার গণ টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম প্রথম ডোজ সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা,কর্মচারীবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল টিকাদানকারী, স্বেচ্ছাসেবক সহ সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply