সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন
নাছির উদ্দিন, প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের উপর হামলার অভিযোগ উঠেছে । এতে ২ জন ইউপি সদস্যসহ কাদের মির্জার ৬ অনুসারী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার রাত ৯ টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চরকালী ভূঁইয়া বাড়ির সামনের শাহ আলমের দোকানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী ৩ নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মেহেদী( ৩২), রুহুল আমিনের ছেলে আয়াতে সাব্বীর ( ২০), মৃত নাদেরের জামানের ছেলে ভুট্টু পাটওয়ারী (৪৫), আলাউদ্দিনের ছেলে আনসার উদ্দিন শাওন (২০), চরফকিরা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ ও চর ফকিরা ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ভুট্টু ।
এরা সবাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত। আহতরা নোয়াখালী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয়রা জানান, রাতে শাহ আলমের দোকানে বসেছিল মেহেদী, আয়াতে সাব্বির ও ভুট্টু পাটয়ারী সহ আরো কয়েকজন। এ সময় চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রবেন্স ও জায়েদল হক কচির নেতৃত্বে ৭-৮ জন এসে অতর্কিতে হামলা চালায়। এসময় তারা হাতুড়ি ও লোহার রড দিয়ে মেহেদী, আয়াতে সাব্বির ও ভুট্টু পাটয়ারীকে বেদম মারধর করে। পরে মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত দুইজনের অবস্থা গুরুতর। এ বিষয়ে লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার একান্ত সহকারী ইয়াছিন আরাফাত জানান, নুরুল আফছার বাদি হয়ে ২২ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে ।
Leave a Reply