সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মেঘনায় জলদস্যুদের গুলিতে আহত আরেক জেলের মৃত্যু শহীদ পুলিশ সদস্যদের প্রতি নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা হাতিয়াতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা হাতিয়াতে পুলিশের সাথে রামগতির রউফ বাহিনীর গোলাগুলি, আটক ৬ নোয়াখালীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু নোয়াখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এতিমদের মাঝে খাবার বিতরণ দিনাজপুর ফুলবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান ও খাবার বিতরণ নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে ১৭৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জটিলরোগে আক্রান্ত ৫৭ জন রোগীর মাঝে ২৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার

কোম্পানীগঞ্জে আবারো কাদের মির্জার অনুসারীদের উপর বাদল বাহীনির হামলা

নাছির উদ্দিন, প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের উপর হামলার অভিযোগ উঠেছে । এতে ২ জন ইউপি সদস্যসহ কাদের মির্জার ৬ অনুসারী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার রাত ৯ টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চরকালী ভূঁইয়া বাড়ির সামনের শাহ আলমের দোকানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী ৩ নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মেহেদী( ৩২), রুহুল আমিনের ছেলে আয়াতে সাব্বীর ( ২০), মৃত নাদেরের জামানের ছেলে ভুট্টু পাটওয়ারী (৪৫), আলাউদ্দিনের ছেলে আনসার উদ্দিন শাওন (২০), চরফকিরা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ ও চর ফকিরা ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ভুট্টু ।

এরা সবাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত। আহতরা নোয়াখালী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয়রা জানান, রাতে শাহ আলমের দোকানে বসেছিল মেহেদী, আয়াতে সাব্বির ও ভুট্টু পাটয়ারী সহ আরো কয়েকজন। এ সময় চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রবেন্স ও জায়েদল হক কচির নেতৃত্বে ৭-৮ জন এসে অতর্কিতে হামলা চালায়। এসময় তারা হাতুড়ি ও লোহার রড দিয়ে মেহেদী, আয়াতে সাব্বির ও ভুট্টু পাটয়ারীকে বেদম মারধর করে। পরে মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত দুইজনের অবস্থা গুরুতর। এ বিষয়ে লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার একান্ত সহকারী ইয়াছিন আরাফাত জানান, নুরুল আফছার বাদি হয়ে ২২ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web