বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে করণীয় নির্ধারণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে জেলা শহরের সুলতান কলোনীস্থ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের মালিকানাধীন চেয়ারম্যান পার্কে এ প্রস্তুতি সভা হয়।
এতে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি ঘোষণা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
কর্মসূচির মধ্যে থাকছে, ১৪ আগস্ট সকাল ১১টায় রেড় ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ১৫ আগস্ট প্রত্যুষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতি এবং জেলা প্রশাসক কার্যালয়ের সম্মূখে বঙ্গবন্ধু চত্তরে পুষ্পার্ঘ অর্পণ, সকাল ১১ টায় জেলা শহরে শোক র্যালি, দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ-মাহফিল ও আলোচনা সভা, দুপুরে জেলা শহরের ১০টি স্থানে ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে গরীব-দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, বাদ জোহর জেলা সদরের সকল মসজিদ ও ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া এবং বাদ আছর জেলা সদরের সকল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ-মাহফিল ও আলোচনা সভা।
প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply