সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার সুবর্ণচরে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার বেগমগঞ্জে স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা নোয়াখালীতে প্রতিবেশীদের হামলায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ নোয়াখালী প্রেসক্লাব নির্বাচন: সভাপতি বখতিয়ার, সম্পাদক মঞ্জু নির্বাচিত মিথ্যা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে হয়রানী নোয়াখালী ক্ষুদ্র হকার্স মার্কেটের ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন বেগমগঞ্জে দিনমজুরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

নোয়াখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রক্তদান করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীনসহ যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট কার্যালয়ের মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ এই রক্তদান কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির উদ্বোধন শেষেই প্রথমে রক্তদান করেন শিহাব উদ্দিন শাহীন। এরপরপরই যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা রক্তদান করেন।
রক্তদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের ঘাতকদের বুলেটের নির্মম আঘাতে ঝরা রক্ত আজো বাংলাদেশের মানুষকে ঋণী করে রেখেছে। আমরা বঙ্গবন্ধুর সেই ঋণ কখনো পরিষোধ করতে পারবো না। আজকে এই রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধর রক্তের ঋণ মোচনে আমরা কিছুটা অংশ নিতে চাই। বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন তিনি।রক্তদান কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট প্রত্যুষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতি এবং জেলা প্রশাসক কার্যালয়ের সম্মূখে বঙ্গবন্ধু চত্তরে পুষ্পার্ঘ অর্পণ, সকাল ১১টায় জেলা শহরে শোক র‌্যালি, দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ-মাহফিল ও আলোচনা সভা, দুপুরে জেলা শহরের ১০টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে গরীব-দুস্থদের মাঝে খাবার বিতরণ, বাদ জোহর জেলা সদরের সকল মসজিদ ও ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া এবং বাদ আছর জেলা সদরের সকল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ-মাহফিল ও আলোচনা সভা কর্মসূচির ঘোষণা করেন শিহাব উদ্দিন শাহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web