বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বিষাক্ত সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মো.সিরাজ উদ্দিন (৫৫) উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের সাহেবের হাট এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরের উপজেলা হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে রিয়াজ উদ্দিন বলেন, দুপুরে বাবা বাড়ির পাশের জমিতে ধান রোপন করছিল। এ সময় ধান খেতের আইলে তাকে একটি সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে বাড়িতে চলে আসেন। এরপর একজন ওঝা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পারিবারিক কবরে তাকে দাফন করা হয়েছে।
চরজব্বার থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, প্রথমে এ বিষয়ে কেউ থানায় অবহিত করেনি। পরে গণমাধ্যম কর্মিদের কাছ থেকে বিষয়টি জানতে পারি।
Leave a Reply