মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়া ও সকল নেপথ্যের পরিকল্পনাকারীদের বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর মাইজদীর আবদুল মালেক উকিল প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী সদর উপজেলা আ.লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার মো. কামাল উদ্দিন প্রমূখ।
এ সময় বক্তারা গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়াসহ সকল নেপথ্যের পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করেন। আমরা চাই বাংলাদেশের প্রচলিত আইনে তারেক জিয়া-খালেদা জিয়ার উত্তরসূরীরা যে নারকীয় ঘটনা ঘটিয়েছে, তাদের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদন্ড কার্যকর করা হোক।
সদর উপজেলা আ.লীগের আয়োজনে ঘন্টাব্যাপী শহরের পৌর বাজার এলাকা থেকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে পাঁচ সহস্রাধিক আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি অংশ গ্রহণ করেন।
Leave a Reply