মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন: নোয়াখালীতে ২১ শে আগষ্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম এর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।
আরোও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়াম্যান একেএম সামছুদ্দিন জেহান, জেলা আওয়ামীলীগ নেতা আবদুল মোমিন বিএসসি,মাওলা জিয়াউল হক লিটন,এড: আলতাফ হেসেন,সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের,জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্র প্রমুখ।
অনুষ্ঠান শেষে গ্রেনেড হামলায় নিহত বেগম আইভি রহমানসহ যে সকল সদস্য শাহাদাৎ বরণ করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply