সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি : মামলা, হামলা, হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের মিলনায়তনে উপরোক্ত বিষয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকের কাছে প্রাণহানির শঙ্কাও প্রকাশ করেন তিনি।
এ সময় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারিরা একাধিকবার তিনি ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে। এ সময় তারা চেয়ারম্যানের বিশ্ববিদ্যালয় পড়–য়া ছেলেসহ তাকে মারাত্বক আহত করে। হামলাকালে বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুরও করেছে তারা।
তিনি অভিযোগ করেন, হামলা, ভাংচুর করার পর উল্টো তার বিরুদ্ধে এ পর্যন্ত ১৫টির মতো মামলা দিয়েছে। জনপ্রতিনিধি হয়েও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি জেল হাজতে যেতে হয়েছে। এখনও বিভিন্ন মাধ্যমে তাকে বার বার প্রাণেহত্যার হুমকি দিচ্ছে। যে কোনো সময় তার প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে নিরাপত্তাহীনতায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, তৃণমূল থেকে রাজনীতি করার কারণে তাকে নৌকা প্রতীক দেয়া হয়। তিনি এলাকার সর্বস্তরের মানুষের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।
এ ছাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বও পালন করছেন। ইদানিং অস্তিত্বÍ নেই এমন এক বাহিনী গঠনের মিথ্যে অভিযোগ দিয়ে তাকে পুলিশি হয়রানি কর অভিযোগ করেন তিনি। একইসঙ্গে জীবনের নিরাপত্তা চেয়ে আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন এই ইউপি চেয়ারম্যান।
Leave a Reply