সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:২২ পূর্বাহ্ন
সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে মোবাইল ছিনতাই করে পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ।আটককৃত আব্দুর রহিম (৪৫), বেগমগঞ্জ উপজেলার মিরওযারিশপুরের ৫নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মান্নানের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের রসুলপুর ইউনিয়নের হানাফিয়া বাজারের উত্তরে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ভুক্তভোগী মুদি ব্যবসায়ী ছায়েদুল হক আরিফ সোনাইমুড়ীর এক আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে রসুলপুর ইউনিয়নের হানাফিয়া এলাকায় পৌছালে আব্দুর রহিম সহ আরো দুজন সিএনজি থামিয়ে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর সাথে থাকা তিনটি মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ভুক্তভোগীর চিৎকারে রাত্রিকালীন ডিউটিরত সোনাইমুড়ী থানার পুলিশ এক ছিনতাইকারীকে আটক করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply