মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ অপরাহ্ন
বিএনপি সিরিজ বৈঠকের নামে সিরিজ ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি আজ সিরিজ বৈঠক করছে, সিরিজ বৈঠক তো নয়, ষড়যন্ত্র বৈঠক। সহিংসতা-জ্বালাপোড়াও করে দেশের উন্নয়ন-অগ্রগতি নষ্ট করতে চাইলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সিরিজ বৈঠক তো নয়, তারা সিরিজ ষড়যন্ত্র করছে। আপনাদের মনে হয় আবারও জ্বালাপোড়াও ইচ্ছা আছে। সেই দুরভিসন্ধি নিয়েই এগিয়ে যাচ্ছেন আপনারা।
তিনি আরও বলেন, একটি কথা মনে রাখবেন, এবার যদি আপনারা কোনো প্রকার সহিংসতার আশ্রয় নেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে জনগণকে সঙ্গে নিয়ে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
Leave a Reply