মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনী বাজারে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দোকানপাট, একাধিক মন্দিরে হামলা-ভাঙচুরে ঘটনায় বিভিন্ন মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে ২২ সদস্যদের একটি প্রতিনিধিদল সরোজমিনে বিভিন্ন মন্দিরে হামলা ভাঙচুর ঘটনাটি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। সংবাদ সম্মেলন থেকে তারা এই ধরনের ঘটনাকে ন্যাক্কারজনক ঘটনা বলে উল্লেখ করেন একই সাথে দ্রুত ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্করণ করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো দৃঢ হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো.রহমতউল্লাহ,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, টেলিভিশন ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, বিভাগের অধ্যাপক ডাক্তার এ কে এম গোলাম রাব্বানী,ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার,ঢাবি শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ, শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড.জামাল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
Leave a Reply