বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:২১ অপরাহ্ন
সারারাত আটকে রাখার পর সকালে প্রেমিক-প্রেমিকার চুল কেটে দিয়েছেন বাবলি মুখোপাধ্যায় নামে এক সমাজসেবী। অভিযোগ উঠেছে, সেই সাথে কেড়ে নিয়েছেন মোবাইলও। চুল কেটে দেওয়া ভিডিও নিজের ফেইজবুকে পোস্ট করেন এবংমুহুর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ অক্টোবর) গভীর রাতে পুলিশ বাবলি মুখোপাধ্যায় নামে ওই মহিলাকে গ্রেফতার করে। পরে শুক্রবার তাকে আদালতে হাজির করানো হলে সাত দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবলি মুখোপাধ্যায় এক সময়ে বিজেপি করতেন, এখন ‘সমাজসেবী’ হিসেবে নিজের পরিচয় দেন। তিনি পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভরা কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে ভিন্ন ধর্মের প্রণয়ী যুগলের চুল কেটে নিয়েছেন তিনি। কেড়ে নিয়েছেন মোবাইল। এবং নিজেই সেই ভিডিয়ো ফেসবুকে পেজে আপলোড করেছেন।
পুলিশ জানিয়েছে, বছর কয়েক ধরে তিনি ‘সমাজসেবী’ বলে নিজের পরিচয় দিয়ে দাম্পত্য কলহে সালিশি করে আসছিলেন এবং সেই সব ভিডিয়ো নিজের ফেসবুক পেজ মারফত ছড়িয়ে দিচ্ছিলেন। সালিশির জন্য তিনি মোটা টাকাও নিতেন। কৃষ্ণনগর বাসস্ট্যান্ড এলাকায় অফিসও খুলে বসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টা নাগাদ অফিস বন্ধ করার সময়ে বাবলির দুই সহযোগী যুবক ওই ছেলেমেয়ে দু’টিকে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই সময়েই গাড়িতে করিমপুর থেকে এসে হাজির হন ছেলেটির মা ও দুই আত্মীয়। দুই সহযোগী সকলকেই বাবলির অফিসে নিয়ে আসে।
Leave a Reply