রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি খাতে চরম নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীতে হোটেল সোনারগাঁয়ে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, এই অনির্বাচিত সরকার দেশ ও মানুষের কল্যাণে কোনো চিন্তা করে না। তাদের লক্ষ্য অসৎ উপায়ে অর্থ উপার্জন করা।
তিনি বলেন, জাতি এখন একটি নষ্ট সময় পার করছে। কেউ কাউকে মূল্যায়ন করে না, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ নেই। চারিদিকে শ্বাসরুদ্ধকর একটা অবস্থা, মানুষ পরিবর্তন চায়।
Leave a Reply