বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন
ঢাকা:জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে একাত্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার।
তিনি বলেন, ডিজেলের দাম বাড়ানোর কারণে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। ‘
গতকাল বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, সেদিন রাত ১২টার পর থেকেই বাড়তি এই দাম দাম কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কারণ দেখিয়ে মন্ত্রণালয় জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার শুধু ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্র্নিধারণ করেছে।
এদিকে ডিজেলের মূল্যবৃদ্ধির পরপরই বাস ভাড়া বাড়ানোর দাবি জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ।
Leave a Reply