বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন
ঢাকা:সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেই গ্রেপ্তার না করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ আইনের অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, এ মামলা যখন সাংবাদিকদের বিরুদ্ধে করা হবে তাক্ষণিকভাবে তাদের প্রেপ্তার যাতে না করা হয় সে ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এটা সেভাবেই করা হবে।’
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয় আইন। এটা বাকস্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য করা হয়নি। ‘আমি বলতে চাই, আমরা কঠোর হবো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহারের ব্যাপারে। যে এ আইনকে মিসইউজ বা অ্যাবইউজ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’
তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেই যে মামলা নিয়ে নেবে সেটা হবে না। আইসিটি অ্যাক্টের একটি ধারা আছে এবং সেই ধারায় একটি সেল আছে, সেখানে সন্তুষ্টু হতে হবে। তারপরই মামলা হবে।
Leave a Reply