বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমকালো আয়োজনে নতুন দিনের দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ড. এএফএম মাসুম রাব্বানী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিটি এডিটর মধুসূদন মন্ডল। জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি মঈনুল আলম। সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল সকাল থেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ঢাকা প্রতিদিন কার্যালয়ে আসেন বিভিন্ন স্তরের মানুষ।
এরমধ্যে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (অর্থ) শ্যামল কুমার মুখার্জী। আরটিভির বার্তা সম্পাদক ও ডিইউজের সাবেক নেতা আক্তার হোসেন, বাসসের উপ-প্রধান প্রতিবেদক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, সিনিয়র সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর কিরন, কারওয়ান বাজার প্রগতি সংঘের সাধারণ সম্পাদক শাহ ফরিদ প্রমুখ।
উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও ও সুধীজনেরা ঢাকা প্রতিদিন এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান । তারা বলেন, অন্য দশটি পত্রিকার ভিড়ে ঢাকা প্রতিদিন যেন নিজস্ব স্বকীয়তা বজায় রাখে। এই পত্রিকাটি বরাবরই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। তারা ঢাকা প্রতিদিন এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এছাড়াও সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দিনের দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
Leave a Reply