মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৫ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সদর উপজেলার ০৮ নম্বর এওজবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. বেলাল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা মৎস্য অফিসার মাসুমা আক্তারের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মো. বেলাল হোসেন এওজবালিয়া ইউনিয়নের আওয়ামী রাজনীতিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
বেলাল হোসেন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করায় বৃহস্পতিবার বিকালে এজবালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন তার কর্মী-সমর্থকরা।
মনোনয়নপত্র দাখিল শেষে তিনি বলেন, আমি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। দলীয় মনোনয়ন চেয়েছি। দল বঞ্চিত করলেও ইউনিয়নের আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বপরি এওজবালিয়ার জনগনের ভালোবাসায় পড়ে আমি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।
জনগনের যেভাবে সাড়া পাচ্ছি, এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারবো বলে আমি বিশ্বাস করি।তিনি বলেন, চেয়ারম্যান পদে নির্বাচিত হলে জনগনের চাহিদা অনুযায়ী সকল কর্মকান্ড পরিচালনার মাধ্যমে এওজবালিয়াকে একটি আধুনিক ইউনিয়নে রুপান্তরিত করবো।
Leave a Reply