মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি :চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সদর উপজেলার ০২নম্বর দাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন দেলু মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কার্যালয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তারের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
দেলোয়ার হোসেন দেলু সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি ওই ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে তিনি বলেন, আমি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। দুইবার চেয়ারম্যান হিসেবে জনগনের রায় পেয়ে জনগনের জন্য কাজ করেছি। জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়ন মাঠ পর্যায়ে বাস্তবায়নে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করার চেষ্টা করেছি। দল দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীক দিয়ে আমাকে মূল্যায়ন করেছে। আমি জননেত্রী শেখ হাসিনা ও জননেতা ওবায়দুল কাদেরের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply