মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩১ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন: নোয়াখালী সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের ৯৩ সল্যার কাজির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এবং ৬নং নোয়াখালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ চৌধুরী হানিফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান খাঁন, সদর সহকারী উপজেলা শিক্ষা নাজিহা বিনতে আনোয়ার , ৬নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নাসের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ চৌধুরী, নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ড সভাপতি মুজিব উল্লাহ রতন, বাংলাদেশ ইতালি সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
১ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৪৭৬ টাকা ব্যয়ে চার তলা ফাউন্ডেশনের দোতলার কাজ ইতোমধ্যে সমাপ্ত করা হয়েছে।
Leave a Reply