সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৩২ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেনের আনারস প্রতীকের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. হারুন (২৮) নামের এক যুবক আহত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওই ইউনিয়নের পাইকের পোল নামক স্থানে এই ঘটনা ঘটে।
আহত মো. হারুন একই ইউনিয়নের নন্দনপুর গ্রামের মৃত মো. হানিফের ছেলে এবং স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেনের সক্রিয় কর্মী।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল হোসেন বলেন, সন্ধ্যায় মো. হারুনসহ আমার তিনজন কর্মী পাইকের পোল সংলগ্ন এলাকায় আনারস প্রতীকের পোস্টার লাগাতে যায়। এসময় নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস জাহের এর কর্মী করিমপুর গ্রামের মো. হোসেনের ছেলে হেবা লিটন ও নন্দনপুর গ্রামের পারুলের ছেলে দিদার আমার কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের হাতে থাকা আনারস প্রতীকের পোস্টার চিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। এতে বাঁধা দেওয়ায় হামলাকারীরা পিটিয়ে হারুনের মাথা পাঠিয়ে দেয়। আহত হারুনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বেলাল হোসেন আরো বলেন, ঘটনার পরপরই আমি বিষয়টি উপজেলা রিটার্নিং অফিসার এবং সুধারাম থানার ওসিকে মুখিকভাবে জানিয়েছি। এ ব্যাপারে আগামীকাল সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিবো।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আবদুস জাহের বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের কর্মীরা পোস্টার লাগানোর খরচের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বাকবিতন্ডায় লিপ্ত হয়।
তিনি বলেন, আমি কোন প্রভাব বিস্তারে বিশ্বাসী নয়, আমি চাই একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন।
উপজেলা রিটার্নিং অফিসার মাসুমা আক্তার বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেন বিষয়টি মুখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিতে তাকে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়নের জমিদারহাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে আনারস প্রতীকের কর্মী-সমর্থকরা।
Leave a Reply