বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: আগামী ২৬ ডিসেম্বর নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থী নির্ঘুম প্রচারণা। প্রতীক পাওয়ার পর থেকে চলছে উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা ও মিছিলসহ বিভিন্ন ধরনের প্রচারণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট চাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী দেলোয়ার হোসেন দেলু।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের গ্রামে গ্রামের উঠান বৈঠক করেন নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দেলু। উঠান বৈঠকে উপস্থিত হতে বিকালে থেকে উপস্থিত হতে থাকেন স্থানীয় লোকজন। আশপাশের নারী-পুরুষদের ব্যাপক উপস্থিতে সন্ধ্যায় শুরু হয় উঠান বৈঠক।
এই সময় তিনি বলেন, গত নির্বাচনে আমি দায়িত্বগ্রহণের পর থেকে আপনাদের পরামর্শ এবং তথ্য নিয়ে এলাকায় ইভটিজিং, মাদকের বিরুদ্ধে কাজ করেছি। এ ইউনিয়নে মাদক কারবারিদের আনাগোনা ছিল, আপনাদের সহযোগিতায় বর্তমানে দাদপুর কে মাদকমুক্ত করার চেষ্টা করেছে। গত ১০ বছরে্ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে । যে সকল কাজ বাকী রয়েছে যাহা সর্ম্পন করতে আগামী ২৬ তারিখ আমার ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমাকে নৌকায় ভোট দিন।
তিনি আরও বলেন, আপনাদের দৃষ্টিতে যদি আমি যোগ্য প্রার্থী হয়ে থাকি; তাহলে আপনারা আমি ব্যক্তি দেলোয়ার হোসেন দেলু কে নৌকা মার্কায় ভোট দিবেন। আর যদি যোগ্য মনে না করেন, তাহলে আপনার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন।
Leave a Reply