সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের আস্থা-ভালোবাসায় সিক্ত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি নুরুল আলম । অসংখ্য নেতা-কর্মী-সমর্থক নিয়ে গণসংযোগের সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিতে এই আস্থা ভালোবাসার ছবি পাওয়া যায়।
তরুণ-যুবকরা হাত ধরে আর বয়েসী প্রবীণরা মাথায় হাত রেখে নৌকার মাঝি নুরুল আলম কে আর্শীবাদ করছেন। এমন আবেগময় দৃশ্য প্রতিদিন দেখা যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের সফিগঞ্জ বাজারে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল বের করে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলে সাধরাণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
এরআগে নুরুল আলমের বিভিন্ন পথসভা, উঠোন বৈঠক ও মহিলা সমাবেশে নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া দেখা গেছে।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুল আলম বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে ২০১৬ সালে পূর্ব চরমটুয়ার মানুষের কাছে পাঠিয়েছেন। জনগন স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন।
আমি নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করেছি। ইউনিয়নের বৃহৎ উন্নয়নগুলো শেষ করেছি। মানুষ নৌকার প্রতি আস্থাশীল। আমার ইউনিয়নের ভোটাররা আগামী ২৬ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আমি আশাবাদি।
Leave a Reply