সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: পৌষের কনকনে শীতের রাত। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে নেই। গরম কাপড় জড়িয়ে উষ্ণতা নিচ্ছেন সামর্থবানরা। কিন্তু এই শীতে চরম বিপাকে ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষরা। গভীর রাতে এসব মানুষদের খুঁজে খুঁজে কম্বলের উষ্ণতায় জড়িয়ে নিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
সোমবার রাতে অসহায় ও ছিন্নমূল ৩ শতাধিক মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সদস্য ও নোয়াখালী জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
তিনি নোয়াখালী পৌরসভার সোনাপুর রেলওয়ে ষ্টেশন, মাইজদী কোর্ট ষ্টেশন, নোয়াখালী ষ্টেশন ও মাইজদী বাস ষ্টেশনে কনকনে শীতে জবুথবু হয়ে ঘুমিয়ে থাকা ভবঘুরে ও ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন।
কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষগুলোর মুখে হাসি ফোটে। তারা বলেন, কনকনে শীতে তাদের জীবন-যাপন বড় কষ্টের হয়ে দাঁড়িয়েছে। শীতকে উপেক্ষা করে রেড ক্রিসেন্ট সোসাইটির লোকজন তাদের হাতে কম্বল তুলে দেয়ায় তার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন অনেকে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সদস্য অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। পৌষের এই কনকনে শীতে আমরা খুঁজে খুঁজে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজ রেলওয়ে ষ্টেশন ও বাস ষ্টেশনের অসহায়-ছিন্নমূল ৩ শতাধিক মানুষকে কম্বল দিয়ে উঞ্চতায় জড়িয়ে নিয়েছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিজ হাতে অসহায় মানুষগুলোকে কম্বল দিতে পেরে তারও খুব ভালো লেগেছে বলে জানান শাহীন ।
কম্বল বিতরণকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের উপ-পরিচালক আবদুল করিম, আজীবন সদস্য মোহাম্মদ হোসেন সেলিম, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।
Leave a Reply