বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০২ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন:বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) নিয়োগপূর্বক আশ্রায়ণ প্রকল্পে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন মো. আরিফুল ইসলাম সরদার। এরআগে গত ০৬ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সাভির্সের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) নিয়োগপূর্বক আশ্রায়ণ প্রকল্পে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরিফুল ইসলাম সরদার এরআগে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। সেখানে থাকাকালীন তিনি চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। পরে তিনি কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply