সোমবার, ২৩ মে ২০২২, ১১:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আারও ১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এখন পর্যন্ত ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ছয় হাজার ৬৭৬ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে।
সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।
এর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Leave a Reply