মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মাইন উদ্দিন ইকবালকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
সপ্তম ধাপের ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়ন থেকে টেলিফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মাইন উদ্দিন ইকবাল। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাংচিল গ্রামের মোবাশ্বেরের ছেলে।
বুধবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে চর এলাহী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ওই চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলার আসামি। ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply