রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নে বসতঘর নির্মাণে ঠিকাদারি কাজ ও চাঁদার টাকা না পেয়ে রহমত উল্যাহ (৬০) নামে একজনকে গুলি করার মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- মো. রকি (২৬) ও সোহেল (২২)।
বৃহস্পতিবার সকালে উপজেলার দেবীপুর ও কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট রাস্তার মাথা এলাকার অজি উল্যার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রকি ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের বাবুলের ছেলে ও সোহেল দেবীপুর গ্রামের শহিদ উল্যার ছেলে।
র্যাব জানায়, রহমত উল্যাহ তার বসতবাড়িতে একটি ভবন নির্মাণ করছিলেন। ওই ভবনের ইলেকট্রিকের কাজ অথবা দুই লাখ টাকা চাঁদা দাবি করে গ্রেপ্তারকৃত আসামিসহ কয়েকজন লোক। কিন্তু তাকে কাজ দিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে রকি, ফরহাদ ও জোবায়েদের নেতৃত্বে ওই বাড়িতে হামলা চালিয়ে রহমতের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে।
এসময় রহমত তার ঘরের ছাদের কাজ করছিলেন। আহত রহমত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় আহতের ভাই বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন।
র্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদে পৃথক স্থানে অভিযান চালিয়ে মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply