সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন
মো. সালেহ উদ্দিন সবুজ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ অনুযায়ী জেলা ক্রীড়া অফিস, নোয়াখালীর আয়োজনে অনুর্ধ্ব- ১৬ বালক-বালিকাদের নিয়ে সদর উপজেলায় আন্তঃ স্কুল কারাতে প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে । শুক্রবার সকালে শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে উক্ত প্রতিযোগিতা শুরু হয় । দিনব্যাপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নোয়াখালী কারাতে এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু ।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক ও নোয়াখালী কারাতে এসোসিয়েশন এর সহ- সভাপতি বাসব কান্তি সরকার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন ।
Leave a Reply