সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি ভোটকেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে সন্ত্রাসীরা এসব অস্ত্র ফেলে যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কবি জসিম উদ্দীন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পেছন থেকে এসব উদ্ধার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোটকেন্দ্রের পাশে একটি ঝোপের আড়াল থেকে দেশীয় তৈরি পাঁচটি বড় কিরিচ ও দুটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ত্রাসীরা এসব অস্ত্র ফেলে যেতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোম্পানীগঞ্জের আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply