সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনের জন্য শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এখন সিলেটে । শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেছেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। তাই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই খুলে দেয়া হবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী আরো বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করছে। তবে শিক্ষার্থীদেরও অধিকার আদায়ের পাশাপাশি নিজেদেরও কিছু দায়িত্ব রয়েছে। সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে আশাপ্রকাশ করেন তিনি। এরকম সমস্যা প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে হয়। জাতীয় উদ্যোগের মাধ্যমে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ।
উল্লেখ্য, বিকেল ৩ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন তিনি। এদিকে উপাচার্যের অপসারনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শান্তি শৃংখলা ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন শিক্ষামন্ত্রী।
Leave a Reply