সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন
প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটি।
সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে এফডিসিতে অবস্থিত স্থায়ী শহীদ মিনারে সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রত্যেকেই দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পরে ভাষা শহিদদের স্মরণ ও আত্মার মাগফেরাত কামনা করে নিরবতা পালন করা হয়। শিল্পী সমিতির প্রত্যেকেই খালি পায়ে দাঁড়িয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
একইসঙ্গে আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন।চলচ্চিত্র শিল্পী সমিতি ছাড়াও এদিন চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন বিএফডিসির শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক ফেরদৌস, অমিত হাসান, ইমন, কেয়া, জেসমিন আক্তার, নাদের খান, আজাদ খান, নানা শাহ্’সহ সমিতির অন্যান্য সদস্যরা।
তাদের সঙ্গে অংশ নিতে দেখা গেছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকেও। যদিও সমিতের সাধারণ সম্পাদক পদ নিয়ে নিপুণ ও জায়েদের মধ্যে আইনি লড়াই চলছে।
শ্রদ্ধা শেষে সভাপতি ইলিয়াস কাঞ্চন সংবাদমাধ্যমকে বলেন,ভাষা আন্দোলনের মহান বীরদের শ্রদ্ধা জানাতেই সকালে সবাই এফডিসিতে এসেছি। বিষয়টি মিশা-জায়েদ প্যানেলের সব বিজয়ীদের জানানো হলেও বেশিরভাগই আসেননি।
Leave a Reply