মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত কামরুল হাসান সজল (৩২) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১১নং দুর্গাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৩৮ বোতল বিদেশী মদ জব্দ করে ডিবি পুলিশ।
নোয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply