সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মেঘনায় জলদস্যুদের গুলিতে আহত আরেক জেলের মৃত্যু শহীদ পুলিশ সদস্যদের প্রতি নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা হাতিয়াতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা হাতিয়াতে পুলিশের সাথে রামগতির রউফ বাহিনীর গোলাগুলি, আটক ৬ নোয়াখালীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু নোয়াখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এতিমদের মাঝে খাবার বিতরণ দিনাজপুর ফুলবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান ও খাবার বিতরণ নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে ১৭৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জটিলরোগে আক্রান্ত ৫৭ জন রোগীর মাঝে ২৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার

আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে ঝালকাঠি-নেছারাবাদের বার্ষিক মাহফিল

মোঃ মাসুম খান,ঝালকাঠি থেকে:

আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে ঝালকাঠি-নেছারাবাদের বার্ষিক মাহফিল-২০২২ ”অনৈক্য ও নেসবতহীনতাই মুসলমানদের সমূহ বিপর্যয়ের কারণ -হযরত নেছারাবাদী হুজুর” ঐতিহ্যবাহী ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফের ০২দিনব্যাপী বার্ষিক ঈসালে-সওয়াব ওয়াজ-মাহফিলের বৃহস্পতিবার ফজরে নামাজ বাদ আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হল।

দেশের ৬৪ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১ম দিনের (২৩শে ফেব্রুয়ারি) আগেই এসে উপস্থিত হন হাজার-হাজার ভক্ত-আশেকান। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও এবারের মাহফিলে কয়েকলক্ষ লোকের সমাবেশ ঘটেছে। গতকালও (২৩শে ফেব্রুয়ারি) ১ম দিনের মতো ঝালকাঠি এন এস কামিল মাদরাসা ও দারুল কায়েদ তাহীলী মাদরাসার মুহাদ্দেস, মুফাস্সের, মুফতীবৃন্দ ও কতিপয় সুযোগ্য ছাত্র কুরআন-সুন্নাহ ভিত্তিক গভীর পা-িত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত বক্তা ও পীরসাহেবান তাদের মূল্যবান ওয়াজ-নসীহত পেশ করেন। মাহফিলের সভাপতি আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর তাঁর ভাষণে শতধা-বিচ্ছিন্ন মুসলমানদের ঐক্য-সংহতির ওপর জোর তাগিদ দেন এবং বিচ্ছিন্ন-ভূঁইফোড় কিতাব-সর্বস্ব নেসবতহীন ধর্মবেত্তা-আলেমদের ফেতনা থেকে সকলকে সাবধান থাকার আহ্বান জানান। হযরত নেছারাবাদী হুজুর বলেন-ইসলাম একটি গণমুখী আন্দোলন- যা মানুষকে আল্লাহওয়ালা সমাজকেন্দ্রিক হিসেবে গড়ে তুলতে রসূলে করীম স. থেকে সাহাবায়ে কেরাম হয়ে তাবেয়ীন, তাবে-তাবেয়ীন, সলফেসালেহীন আওলিয়ায়ে কেরাম পরম্পরায় আমাদের কাছে এসেছে।

যারাই এই নেসবত, এই ধারাবাহিকতা ক্ষুণ্ন করে ইসলাম বুঝতে চেয়েছে, তারাই উগ্রতার অনল জ্বালিয়ে কওম ও মিল্লাতের ক্ষতি করেছে এবং এখনো করে যাচ্ছে। দল-মত- ছেলছেলা-তরীকা-মযহাবের নামে মুসলমানদের বিভক্তি এই উগ্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আরো ত্বরান্বিত করছেÑযা কলেমায় বিশ্বাসী কোন মুসলমানের কাম্য হতে পারে না।

’ নেছারাবাদী হুজুর বলেন- আমাদের মনে রাখতে হবে, সব ফরযের প্রধান ফরয ঐক্যবদ্ধ থাকা। অনৈক্য ও নেসবতহীনতাই মুসলমানদের সমূহ বিপর্যয়ের কারণ। হাদীয়ে যামান, মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. মুসলিমবিশ্বের সামনে ‘ইত্তেহাদ মায়াল ইখতেলাফ’ (মতানৈক্যসহ ঐক্য)-নীতির যে যুগান্তকারী দর্শন পেশ করে গেছেনÑতার বাস্তবায়ন এখন সময়ের দাবী।

এযুগ মাহদী আলাইহিস্সালামের যুগ, কোন বিচ্ছিন্ন ধর্মবেত্তার পথ নয়, আমাদেরকে অগ্রসর হতে হবে আওলিয়ায়ে কেরামের পথেই; অন্যথায় অপেক্ষা করছে ঈমান হারানো মতো ভয়ঙ্কর পরিণতি!’ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা চোখে পড়ার মতো। ওয়াজ-নসীহতের পাশাপাশি উপস্থিত মুসল্লীদের আমলী জীবন গঠনের জন্য কয়েক হাজার মুয়াল্লেম বাস্তব প্রশিক্ষণসহ নানানরকম তা‘লীম-তরবিয়ত দিচ্ছেন। এছাড়াও আগত মেহমানদের থাকা-খাওয়া, পয়ঃনিস্কাষণ ও সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থাসহ নিয়োজিত রয়েছে ০২টি মেডিক্যাল টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ১০সহ- স্রাধিক স্বেচ্ছাসেবক। আজ (২৪শে ফেব্রুয়ারি) বাদ-ফজর হযরত নেছারাবাদী হুজুরের সমাপনী ভাষণ ও আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web