সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মেঘনায় জলদস্যুদের গুলিতে আহত আরেক জেলের মৃত্যু শহীদ পুলিশ সদস্যদের প্রতি নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা হাতিয়াতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা হাতিয়াতে পুলিশের সাথে রামগতির রউফ বাহিনীর গোলাগুলি, আটক ৬ নোয়াখালীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু নোয়াখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এতিমদের মাঝে খাবার বিতরণ দিনাজপুর ফুলবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান ও খাবার বিতরণ নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে ১৭৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জটিলরোগে আক্রান্ত ৫৭ জন রোগীর মাঝে ২৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার

নারীকে পিছিয়ে রেখে দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব নয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নারীকে পিছিয়ে রেখে দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব নয়। কারণ, দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধি অর্জনে নারীদের অবদান অসামান্য। আমাদের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হচ্ছে গার্মেন্টস পণ্য। আর এটি যারা তৈরি করেন, তাদের অর্ধেকের বেশি নারী। প্রায় ৫০ থেকে ৬০ লাখ নারী পোশাক খাতে কাজ করেন।

মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, নারীর উন্নয়ন অগ্রগতির মধ্যে উন্নয়ন ও সমাজের উন্নয়ন নির্ভরশীল। পাকিস্তানকে আমরা সব কিছুতে পেছনে ফেলেছি। উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্যসহ সব সূচকে পেছনে ফেলেছি। এটির অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের নারীরা শিক্ষিত। নারীরা কর্মক্ষেত্রে পাকিস্তানের চেয়ে অনেক বেশি নিরাপদ।

সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, আমি অনেক নারীদের চিনি, যারা অনেক সাহসী রিপোর্টার। এক্ষেত্রে আমি মনে করি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কারণ তার নেতৃত্বে যদি প্রাইভেট টেলিভিশনগুলো না আসত তাহলে নারী কর্মীদের হয়তো সুযোগ হতো না। দেশে এখন তিন ডজন প্রাইভেট টেলিভিশন রয়েছে। এর আগে ১০টি প্রাইভেট চ্যানেল ছিল, যা ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার গঠন করে চালু করেছিলেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে খুব কথা বলছে। করোনার কারণে এবং সাম্প্রতিক যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে নিত্যপণ্যের দাম বেড়েছে। আমাদের দেশেও কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। সরকার তা নিয়ন্ত্রণে জন্য কাজ করছে। একইসাথে যারা অসাধু ব্যবসায়ী, দুর্যোগের ঝুঁকি নিয়ে পণ্যের দাম বাড়িয়ে দেয় তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, ফখরুল সাহেব বলেছেন, ‘দেশে নাকি দূরে নীরব দূর্ভিক্ষ চলছে’। এটি তিনি কোথায় খুঁজে পেয়েছেন, কোন অনুসন্ধানে পেয়েছেন, এটিও আমার জানা নেই। দেশে আজ কোনো মানুষ না খেয়ে থাকে না। এখন আর কেউ কারো ঘরের দুয়ারে গিয়ে বলে না, মা আমাকে বাসি ভাত হলেও দেন। কারণ বাসি ভাতের দিন শেষ। বাসি ভাত দিলে যদি উল্টো আপনার মুখে ছুড়ে দিতে পারে।

আলোচনায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডাকসুর প্রথম নারী ভিপি মাহফুজা চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাছিমা খান মন্টি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web