বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ পূর্বাহ্ন
প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও অঙ্গ সংগঠনগুলো। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিএফডিসির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা পুষ্পস্তবক অর্পণ, মসজিদে কোরআন খতম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ নানা আয়োজনের মাধ্যমে জাতির পিতার জন্মদিন পালন করা হয়।
এ সময় ১৯ সংগঠনের আহবায়ক চিত্রনায়ক আলমগীর, বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টু,বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুন, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনুর, কার্যকরী সদস্য অমিত হাসান, সদস্য জেসমিন, চিত্রনায়ক রিয়াজ, বাংলাদেশ চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির সভাপতি সালাম।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খশরু, অঙ্গ সজ্যাকর সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবুল, রুপসজ্জাকর সমিতির সভাপতি শামছু, নৃত্য পরিচালক সমিতির এমদাদুল হক খোকন, ফিল্ম ক্লাবের সভাপতি লিপু, অধিকার আদায় ফোরামের সাধারণ সম্পাদক খোকন পাশা, সহকারী ব্যবস্থাপক সমিতির সভাপতি স্বপন, চিত্র সাদিয়া মির্জা, ব্যবস্থাপক সমিতির সদস্য আলমগীরসহ ১৯ সংগঠন এর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply