বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন:
নোয়াখালীতে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সময় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।মুক্তিযোদ্ধা সংসদসহ জেলার নানা রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে।
সকালে শহীদ ভুলু স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়।
বেগমগঞ্জ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নানা কর্মসূচি মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরন। এড আক্তারুজ্জামান আনসারী, স্বাচিব সাধারণ সম্পাদক ডা: মাহবুবুর রহমান, ডা: নুর মোহাম্মদ, কামরুল ইসলাম, সৈয়দ মহিউদ্দিন আজীম সহ অনেকই। এর আগে সকালে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন সংঘটনের নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে চৌমুহনী পৌরহলে মুক্তিযোদ্ধাদের সংবধনা দেওয়া হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান ডা: জাফর উল্যা, পৌরসভা মেয়র খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ,মানিকভূঁইয়া, বক্তারা মুক্তিযোদ্ধা ইতিহাস তুলে বক্তব্য রাখবে মুক্তিযোদ্ধা আবুল হাশেম বিএ, আবদুল মান্নান, আবদুল মালেক প্রমুখ।
Leave a Reply