মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন
বেগমগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের গুলিতে জান্নাতুল ফেরদাউস তাসফিয়া (৪) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন শিশুটির বাবা প্রবাসী মাওলানা আবু জাহের (৩৮)। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ধনু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যায় শিশু তাসফিয়া। তার আহত বাবা জাহেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা পূর্ব হাজীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হাজীপুর ইউপির ৮নং ওয়ার্ড পূর্ব হাজীপুর গ্রামের রাশেদ মিয়ার বাড়ির মো. আলম তার একটি জমির মাটি বিক্রি করেন পার্শ্ববর্তী দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মো. বাদশার কাছে। কয়েকদিন ধরে ওই জমি থেকে মাটি কেটে নেন বাদশা। যে পরিমাণ মাটি কাটার কথা ছিল, তার চেয়ে বেশি মাটি কেটে নেয় বাদশা। এনিয়ে তাকে বাধা দিলে সোমবার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আলমের পরিবারের লোকজনের ওপর হামলা চালায় বাদশা। এসময় তাকে বাধা দিতে এলে আলমের ভাই ফিরোজের অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মেরে জখম করে সন্ত্রাসীরা। এরপরও সন্ত্রাসী নিয়ে পরিবারটির ওপর একাধিকবার হামলা চালায় বাদশা।
স্থানীয়রা আরও জানায়, অতিরিক্ত মাটি কাটাতে বাধা দেওয়ার জেরে বুধবার বিকেল ৪টার দিকে ভাড়াটে সন্ত্রাসী মহিন, রিমন, আকবর, নাঈমকে নিয়ে আলমদের বাড়িতে হামলা করতে আসে বাদশা। এসময় সন্ত্রাসীরা একটি দোকানের সামনে এসে আলমদের বাড়ির লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। ওই বাজারের একটি দোকানে আসেন তাসফিয়া ও মাওলানা আবু জাহের। এসময় তারা বাবা-মেয়ে গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয়রা মমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে কুমিল্লা পৌঁছলে মারা যায় শিশু তাসফিয়া।
হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৫টার দিকে তাদের দুজনকে হাসপাতালে আনা হয়। দুজনের শরীরে একাধিক গুলি লেগেছিল। যার মধ্যে শিশু তাসফিয়ার মুখ-মাথাসহ শরীরের একাধিকস্থানে গুলি লাগে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত থাকা সন্দেহে ধনু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply