সোমবার, ২৩ মে ২০২২, ১১:৫৯ অপরাহ্ন
প্রতিবেদক:
গত ৮ মে ২০২২ ইং তারিখে জাতীয় অর্থনীতি পত্রিকার অনলাইন ভার্সনে নোয়াখালী ইউনিয়নে মানুষের প্রায় ৫০০ কোটি টাকার জায়গা ভুয়া খতিয়ান করে এখন সে ৬নং নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছে নাম তার ইতালি মোস্তাফিজ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়। এ সংবাটিতে আমাকে জড়িয়ে মিথ্যা , বানোযাট , বিভ্রান্তি কর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়।
আমি দীর্ঘ দিন ইতালিতে বসবাস করে আসছি । বর্তমানে আমি দেশে ব্যবসা বাণিজ্য করি। প্রতি বছর আমি এলাকার গরিব নিরীহ মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগীতার হাত বাড়িয়ে দিই। এলাকার মানুষ আমাকে ভালোবেসে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেন। আর এতে একটি কুচক্রি মহল আমাকে ঘায়েল করার জন্য আমার বিরুদ্ধে যড়যন্তে লিপ্ত হয়।
তারা আমাকে ব্যক্তিগত , পারিবারিক ও রাজনীতিক ভাবে সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাই। কারণ তারা আমাকে প্রতিপক্ষ ভাবে। এ সংবাদে উল্লেখ্য করা হয় , আমি নাকি গণপুর্তের জায়গা দখল করেছি । আমি গণপুর্ত সহ সরকারি কোন সংস্থার কোন জায়গা দখল করি নাই। আমার সব জায়গা খতিয়ানের এবং ক্রয়কৃত। আমি এ প্রতিবেদককে অনুরোধ করি , প্রকৃত তথ্য নিয়ে সত্য সংবাদ প্রকাশ করুন এবং আমি এ মিথ্যা ও যড়যন্ত মুলক সংবাদের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই। মোস্তাফিজুর রহমান।
Leave a Reply