শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুধর্ব-১৭) ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে সদর উপজেলার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা পরিষদ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।
ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল হক, জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সজল রক্ষিত। এ সময় আরোও বক্তব্য রাখেন কাদির হানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম।
অনুষ্ঠানে সঞ্চালনায় করেন জেলার ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বাসব সরকার।এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ,সাংবাদিকসহ অনেকে।
ফাইনাল খেলায় কালাদরাপ ইউনিয়ন বনাম কাদির হানিফ ইউনিয়নের মধ্যকার খেলায় কাদির হানিফ ইউনিয়ন ০২-০১ গোলে কালাদরাপ ইউনিয়নকে হারিয়ে জয় লাভ করে।খেলা শেষে বিজয় এবং পরজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply