বুধবার, ২৯ জুন ২০২২, ০৩:৫৪ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:
বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২ এর চট্টগ্রাম বিভাগের খেলা নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হয়েছে।
রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, বাফুফের সদস্য ও নোয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি সজল রক্ষিত, সাধারণ সম্পাদক বাসব সরকার, কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান নাসিম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মামুন, বাফুফের প্রতিনিধি হেলাল উদ্দিন খান সহ অনেকেই।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নোয়াখালীর অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং লক্ষীপুরের তোরাবগঞ্জ হাই স্কুল। উদ্বোধনী খেলায় নোয়াখালীর অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয় ট্রাইব্রেকারে জয়লাভ করে।
Leave a Reply