বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরে খান শিক্ষা ও সমাজসেবা ফাউন্ডেশনের তত্বাবধানে লুৎফুন নেছা মডেল মাদ্রাসার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ চর সুলুকিয়া হাসমত উল্যাহ খান মসজিদ প্রঙ্গণে লুৎফুন নেছা মডেল মাদ্রাসার এ নতুন শ্রেণিকক্ষ ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান।
খান শিক্ষা ও সমাজ সেবা ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের পরিচালক খিজির হায়াত খানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শামিমা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান শিক্ষা ও সমাজ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.শওকত হায়াত খান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন-ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান সাবু,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের ও আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন দুলাল প্রমুখ।
খান শিক্ষা ও সমাজ সেবা ফাউন্ডেশনের তত্বাবধানে প্রায় ৫ -৬ একর জায়গায় লুৎফুন নেছা মডেল মাদ্রাসা নির্মাণ করে এলাকার শত-শত ছাত্রছাত্রীদের পাঠ করাচ্ছেন।
এছাড়াও ফাউন্ডেশনটি সদর উপজেলার চর সুলুকিয়ায় হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কোচিং করিয়ে মেধার বিকাশ ঘটাতে সমাজে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন।
ফাউন্ডেশন ইতি পৃর্বে একই সাথে হাসমত উল্যাহ খান নামে দৃষ্টি নন্দন জামে মসজিদ নির্মান করে ধর্মপ্রাণ মুসলিমদের ইবাদতের শান্তি পূর্ণ সুবিধা করে দেন।
ফাউন্ডেশনটি লুৎফুন নেছা মডেল মাদ্রাসার মাধ্যমে সুদুর চর অঞ্চলের অবেহেলিত ও হতদরিদ্র শিশু কিশোরদের ধর্মীয়, বাংলা ও ইংরেজি মাধ্যম পড়িয়ে দেশের শিক্ষার উন্নতি এবং সামাজিক অজ্ঞতা-অবক্ষয় সহ সমাজ বহির্ভুত কাজ থেকে বিরত থাকতে অগ্রণী ভূমিকা রাখবে।
বক্তব্যরা খান শিক্ষা ও সমাজ সেবা ফাউন্ডেশনের এ মহতী উদ্যগে কে সাধুবাধ জানিয়ে,সব সময় ফাউন্ডেশনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply