বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ বালক-বালিকাদের ফাইনাল ও পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক(অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইসরাত সাদমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যবস্থাপনায়, জেলা প্রশাসন,নোয়াখালী ও নোয়াখালী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ খেলার আয়োজিত হয় ।

বালিকাদের ফাইনালে সদর উপজেলা নোয়াখালী পৌরসভাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালকদের খেলায় সেনবাগ উপজেলাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web