বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন:
নোয়াখালী সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় মন্নান নগর এলাকার খলিল মিয়ার দরজা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: সোলমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য এড. জামাল উদ্দিন ভুঁইয়া,আ‘লীগ সদস্য নিজাম উদ্দিন, আ‘লীগ সদস্য ইকবাল করিম তারেক, সদর উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মহিউদ্দিন বাবু প্রমুখ। সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেহান বলেন, এ সম্মেলনে যারাই নেতৃত্বে আসবেন ত্যাগীদের সম্মান ও মুল্যায়ন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে শেখ হাসিনার উন্নয়ন ও বিজয়ের জন্য দলীয় ভীত শক্ত ও মজবুত করতে হবে। কোন অবস্থায় নিজেদের মধ্যে আর্তকলহ তৈরি করা যাবে না। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে। তাই এখন থেকে প্রস্কুতি নিয়ে মাঠে কাজ করুন আমি আপনাদের পাশে আছি থাকবো।
Leave a Reply