বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৫ অপরাহ্ন
সুবর্ণচর প্রতিনিধি:
নোয়াখালী সুবর্ণচর উপজেলার এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো: সাইফুল ইসলাম(২৩) নামের এব যুবককে আটক করেছে চরজব্বার থানা পুলিশ। এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন।
রবিবার দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয় । জানা যায়, আটক যুবক উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে পেশায় একজন দোকান কর্মচারী।
মামলার এজাহারে জানা যায়, অভিযুক্ত যুবক স্থানীয় বাজারে কসমেটিকস এর দোকান করেন। দোকানে আসার সুবাধে যুবক সাইফুলের সাথে ওই তরুণীর পরিচয় ও প্রেমের সর্ম্পক হয়। শনিবার সকালে মোবাইল ফোন কিনে দেয়ার কথা বলে দোকানে নিয়ে যায়। তরুণীকে বাজার থেকে ভালো ফোন কিনে দেবে বলে মোটর সাইকেলে করে নিয়ে যাওয়ার পথে যুবকের বোনের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তরুণীর চিৎকারে স্থানীয়রা এসে যুবককে ধরে পুলিশের কাছে সোর্পদ করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জিয়াউল হক জানান, তরুণী বাদী হয়ে রাতে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার একমাত্র আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply