বুধবার, ২৯ জুন ২০২২, ০৪:০৩ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী:
নোয়াখালী সদর উপজেলার মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস এসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়ন মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজনে এ বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হোসেন মেলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট,মৈত্রী শিল্প ম্যানাজার এডমিন মোহাম্মদ মুনতাসির আজিজ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুুসরাত জাহান বর্ণার উপস্থাপনায় বিশেষ হিসাবে অতিথি ছিলেন নোয়াখালী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ শাহ মোঃ মিজানুর রহমান,সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যাপক হাবিবুর রহমান,৬নং নোয়াখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ( ইতালি মোস্তাফিজ), ৯ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন, বিদ্যালয়ের উপদেষ্টা সদস্য আবদুর রহিম মনু,আহম্মেদ করিম,দাতা সদস্য শাহজাহান কবির,সহকারী শিক্ষিকা সাহিদা আক্তার বক্তব্য রাখেন। এসমর মতিপুর আদর্শ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক এস.এস.সি পরীক্ষার্থীদের ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এস.এস.সি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ট করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগন আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন। পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করবেন না।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply