বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০৩:৪৬ পূর্বাহ্ন
রুবেল আহম্মদ মৌলভীবাজার প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলা মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের উপর ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে নির্যাতন ও সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে শ্রীমঙ্গল কর্মরত শিক্ষকদের প্রতিনিধি কয়েকটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ সিদ্দিকি সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা বেসরকারী শিক্ষক সমিতির সদস্য সচিব শামসুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।
বক্তব্য রাখেন, শিক্ষক বিপ্লব কান্তি দাস,মো.একরামুল কবির,অয়ন চৌধরী,রুমেন চক্ররবর্তী, ঝলক কান্তি চক্রবর্তী,বিমান বর্ধন,কামরুল হাসান,কামরুজ্জামান,জহর তরপদার,রহিমা বেগম প্রমুখ।
বক্তৃতারা তাদের বক্তব্য বলেন সরকারের কাছে আমরা শিক্ষক -কর্মচারী সুরক্ষা আইন প্রণয়নের জন্য দাবি জানাচ্ছি।
উক্ত মানববন্ধনে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি,স্বাধীনতা শিক্ষক পরিষদ, বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম,শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিসহ শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠন একাত্মতা পোষণ করে।
Leave a Reply