বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন:
নোয়াখালী সদর উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ছয় হাজার গরীব, অসহায় ব্যক্তিকে ১০ কেজি করে চাউল দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদের পুরাতন ভবনে এ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ, কে, এম সামছুদ্দিন জেহান।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে গরীব, অসহায় ও দুস্থ লোকজনকে তালিকাভুক্ত করে তাদের প্রত্যেককে ১০ কেজি করে চাউল দেওয়া হচ্ছে। শনিবার দিনভর চাউল বিতরণ অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরা শেখ হাসিনার কর্মী হিসেবে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নির্দেশনা অনুযায়ী আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।
Leave a Reply